Ad Code

Responsive Advertisement

Kojagori Lakshmi Puja 2021: লক্ষ্মী পুজোর তোড়জোড়ে বাঙালি ! জানুন লক্ষ্মী পুজোর সময়সূচি ?

সৌভাগ্য ও সমৃদ্ধির জন্য লক্ষ্মী দেবীর পূজা করা হয়ে থাকে। কোজাগরী পূর্ণিমার দিন ঘরে ঘরে পূজিত হন মা লক্ষ্মী। ধন, যশ, খ্যাতি, সুস্বাস্থ্যের জন্য দেবীর আরাধনা করে বাংলার প্রায় প্রতিটি ঘরে ঘরে। তবে দূর্গা পূজা শেষ হতে না হতেই শুরু হয়েগেলো লক্ষ্মী পূজার তোড়জোড়। তারই প্রভাব পড়লো গোবরডাঙ্গা বাজারের প্রসন্নময়ী দশকর্মা ভান্ডারে। 


বাংলায়  শারদীয়া দুর্গোৎসবের পর আশ্বিন মাসের  শেষ পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মীর আরাধনা করা হয়।  ‘কোজাগরী’ কথাটির অর্থ 'কে জেগে আছো'।  হিন্দু পুরাণ মতে রাতজেগে যে পবিত্র মনে দেবীর আরাধনা করেন তার ঘরে দেবীর আগমন হয়। এই বছর কোজাগরী লক্ষ্মী পুজোর সময় সূচি - এই বছর লক্ষ্মীর পুজো পড়েছে দু'দিন (মঙ্গলবার ও বুধবার) । ১৯ অক্টোবর সন্ধ্যা ৭.০৩ মিনিট থেকে ২০ অক্টোবর রাত ৮.২৬ মিনিট পর্যন্ত পূর্ণিমা তিথি থাকবে। কোজাগরী পূজা নিশ্চিত টাইম  - মঙ্গলবার রাত্রি ১১ টা ৪১ মিনিট থেকে বুধবার রাত্রি ১২ টা ৩১ মিনিট পর্যন্ত (সময়সীমা মাত্র ৫০ মিনিট )


বাঙালি হিন্দু ঘরে লক্ষ্মী পুজো এক চিরন্তন উৎসব। অনেকেই সারা বছর প্রতি সপ্তাহের বৃহস্পতিবার লক্ষ্মী দেবীর আরাধনা করে থাকেন। এছাড়া শস্য সম্পদের দেবী বলে প্রতি বছর ভাদ্র সংক্রান্তি, পৌষ সংক্রান্তি, চৈত্র সংক্রান্তিতে এবং আশ্বিন মাসে পূর্ণিমাতে ও কালী পুজোর দিন অনেকে লক্ষ্মী পুজো করে থাকে। প্রতি বছর রবি শস্য ও খরিফ শস্য হবার সময় অনেকেই এই দেবীর পূজা করে থাকেন। গত বছর ৩০ অক্টোবর মা লক্ষ্মীর পুজো হয়েছিল। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ