কে জিতবে 2021 এর আইপিএল? শুক্রবার মহাদশমীর রাতে কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচের আগে সেই প্রশ্নের উত্তর দিলেন ডেল স্টেন। এক সময় বিরাট কোহলীর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলতেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেসার। স্টেনের মতে ঠান্ডা মাথার মহেন্দ্র সিংহ ধোনির দলই ফাইনালে এগিয়ে থাকবে।
বুধবার দিল্লি ক্যাপিটালসকে তিন উইকেটে হারায় কলকাতা। তবে সহজ ম্যাচ শেষের দিকে কঠিন করে যেভাবে জিতেছেন অইন মর্গ্যানরা। ডেল স্টেন বলেন, "আমার মনে হয় কলকাতার ভাগ্য সব সময় ওদের সঙ্গে থাকবে না। ভুল সিদ্ধান্ত, মর্গ্যান, কার্তিকদের ছন্দে না থাকা কখনও না কখনও কলকাতাকে ডোবাবেই। দিল্লির বিরুদ্ধে প্রায় সেটাই হচ্ছিল। পরের ম্যাচে সেটা হতে পারে"।
চেন্নাই জিততে পারে বলে মনে করেন স্টেন। তিনি বলেন, "সিএসকে বেশ ভাল দল। ঠান্ডা মাথার দল। ঠিক সময়ে ঠিক সিদ্ধান্ত নিয়েছে ওরা। দিল্লির বিরুদ্ধে বেশ ভাল খেলছিল ধোনি। খুব ভাল নেতৃত্ব দিচ্ছে ও। ব্যাটিং ও বোলিং বেশ ভাল চেন্নাই দলের। কলকাতা বেশ কঠিন লড়াইয়ের মুখে পড়বে ফাইনালে"।এখন দেখার ফাইনালে কি হয় !”
0 মন্তব্যসমূহ