ই-শ্রম কার্ড কি:-
প্রধানমন্ত্রী অসংগঠিত শ্রমিকদের জন্য ই-শ্রম পোর্টাল চালু করেছেন ২৬ অগাস্ট । ই-শ্রম পোর্টাল অসংগঠিত ক্ষেত্রের প্রায় ৩৮ কোটি শ্রমিকদের জন্য ১২ অঙ্কের ইউনির্ভাসাল অ্যাকাউন্ট নম্বর (ইউএএন) ও ই-শ্রম কার্ড জারি করবে যা গোটা দেশে বৈধ মনে করা হবে ৷ ই-শ্রম কার্ড থেকে কোটি কোটি অসংগঠিত শ্রমিকরা পেয়ে যাবেন নতুন পরিচয় ৷ প্রবাসী শ্রমিকদের ট্র্যাক করা সহজ হবে এর মাধ্যমে ৷ শ্রমিকদের ডেটা এবং তাদের বিভিন্ন তথ্য এক জায়গায় চলে আসবে ৷ এই কার্ড পাবার জন্য আপনাকে অনলাইনে আবেদন করতে হবে।
এই কার্ডের জন্য কারা কারা আবেদন করতে পারবেন :-
হেয়ার ড্রেসার, প্লাম্বার, ইলেক্ট্রিশিয়ান, মোটর মেকানিক, কৃষক, লেবার, টোটো-অটো চালক, ড্রাইভার, কন্ট্রাক্টর, নির্মাণ কর্মী, প্রাইভেট টিচার, আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, রিকশাচালক, রাস্তার বিক্রেতা, মিড-ডে মিলের কর্মী, হেড লোডারস, ইট ভাটা শ্রমিক, মুচি, রাগ বাছাইকারী, গৃহকর্মী, ওয়াশার পুরুষ, গৃহ ভিত্তিক কর্মী, নিজস্ব হিসাব কর্মী, কৃষি শ্রমিক, নির্মাণ শ্রমিক, বিড়ি শ্রমিক, তাঁত শ্রমিক, চামড়া শ্রমিক, অডিও-ভিজ্যুয়াল শ্রমিক বা অনুরূপ অন্যান্য পেশায় যুক্ত শ্রমিক থেকে শুরু করে প্রায় সমস্ত অসংগঠিত শ্রমিকেরা এখানে আবেদন করতে পারবেন।
ই-শ্রম কার্ডের জন্য আবেদন করার শর্ত:-
১) অসংগঠিত শ্রমিকদের বয়স ১৬ থেকে ৫৯ বছরের মধ্যে থাকতে হবে। এই কার্ডের জন্য ছেলে/মেয়ে সবাই আবেদন করতে পারবেন।
২) অসংগঠিত শ্রমিক যদি কোনোরকম Income Tax না দিয়ে থাকে তাহলে আবেদন করতে পারবেন।
৩) যদি সেই আবেদনকারী কোনোরকম Employees’ Provident Fund Organization (EPFO) ও Employees’ State Insurance Corporation (ESIC) এর সদস্য না হয়ে থাকে তাহলে আবেদন করতে পারবে।
ই-শ্রম কার্ডের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস :-
১) আঁধার কার্ড।
২) ব্যাঙ্ক এর পাসবুক।
৩) মোবাইল নম্বর।
ই-শ্রম কার্ডে আবেদন করলে কি কি সুবিধা পাবেন :-
ই-শ্রম কার্ডের জন্য আবেদন করলে ও কার্ড যদি আপনার থাকে আপনি অনেক সুবিধা পেয়ে যাবেন।
মিলবে ২ লক্ষ টাকার ফ্রি অ্যাক্সিডেন্টাল বিমা- ই-শ্রম পোর্টালে রেজিস্ট্রেশন করালে ২ লক্ষ টাকার অ্যাক্সিডেন্টাল ইনস্যুরেন্সের সুবিধা মিলবে ৷ এখানে এক বছরের প্রিমিয়াম সরকারের তরফে দেওয়া হবে ৷ রেজিস্টার্ড শ্রমিকের দুর্ঘটনায় মৃত্যু হলে বা বিকলাঙ্গ হয়ে গেলে ২ লক্ষ টাকার আর্থিক সাহায্য করা হবে ৷ আংশিক বিকলাঙ্গ হলে মিলবে ১ লক্ষ টাকা। বিভিন্ন সাবসিটি লোন পাবেন। পাবেন চাকরির সুযোগ। এছাড়া পাবেন সরকারি স্কিমের বিভিন্ন সুবিধা।
1 মন্তব্যসমূহ
Good News...
উত্তরমুছুন