Ad Code

Responsive Advertisement

কোরোনা সংক্রমণের মধ্যে ও প্রায় ১৫০ বছরের ঐতির্য ধরে রাখলো এবারের গোবরডাঙ্গা প্রসন্নগঞ্জ বাজারের দূর্গা পূজা

কোরোনা সংক্রমণের মধ্যেও প্রায় ১৫০ বছরের ঐতির্য ধরে রাখলো এবারের গোবরডাঙ্গা প্রসন্নগঞ্জ বাজারের দূর্গা পূজা।

প্রতি বছরের মতো এবার ও গোবরডাঙ্গা প্রসন্নগঞ্জ বাজারের দূর্গা পূজা ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়ে গেল। আজ বিজয়া দশমীতে সকলে মেতে উঠলো 'দূর্গা মা' কে বরণ করতে। সকল মা ও বোনেরা মাকে সিঁদুর,আলতা, ও মিষ্টি মুখ করতে ব্যাস্ত, সকলে মনে মনে মায়ের কাছে তাদের মনের ইচ্ছা প্রকাশ করছে......আর বলছে "বলো দূর্গা মা কি জয় ......আসছে বছর আবার হবে......"। 


এইপুজো বাজারের সকল দোকানদাররা মিলে করে থাকে, আগে এই পুজো জমিদাররা করতো বলে জানা যায়। মন্দিরটা ভগ্নদশা থেকে বছর দশ এক আগে রিপেয়ার করা হয়েছে।জানাযায় এই পুজো খুবই জাগ্রত, এখানে আগে বলি দেওয়া হতো। 

গোবরডাঙ্গা প্রসন্নগঞ্জ ব্যাবসায়ী সমিতির সম্পাদক - শ্রী খোকন সাহা মহাশয় বলেন, "এই পুজো সর্বজনীন পুজো দীর্ঘ দিন ধরে হয়ে আসছে এবং আগামীতে এই ঐতির্য বহাল থাকবে। এছাড়া সকলকে শুভবিজায়ার শুভেচ্ছা তিনি জানিয়েছেন"। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ