আঁধার কার্ড ভারতের নাগরিকদের জন্য গুরুত্তপূর্ণ নথিতে পরিণত হয়েছে। সদ্দ্যজাত শিশুরা বাদে প্রায় সকল ভারতীয় তাদের আঁধার কার্ড তৈরী করে ফেলেছেন। প্রতিটি আঁধার কার্ডের সঙ্গে ১২ সংখ্যার একটি আঁধার নম্বর দেয় UIDAI। আঁধার কার্ডের মধ্যে সঞ্চিত থাকে একটি ব্যাক্তির নাম, ঠিকানা, বায়োমেট্রিক সমস্ত তথ্য। সাধারণ আঁধার কার্ড বড়দের জন্য ব্যবহার হলেও, ছোটদের জন্য ব্যবহার করা হয় বুলু আঁধার কার্ড। এই আঁধার কার্ড টি 'বাল আঁধার কার্ড' নামেও পরিচিত। ৫ বছরের কম বয়েসী শিশুদের জন্য UIDAI এই আঁধার কার্ড নিয়ে এসেছে। রং ছাড়া এই আঁধার কার্ড আর ১০ টি আঁধার কার্ডের মতোই দেখতে। তবে শিশুদের আঁধার কার্ডের ফিঙ্গারপ্রিন্ট ও আইরিশ স্ক্যানের মতো বাইয়োমেট্রিক তথ্য সঞ্চিত থাকে না। শিশুর বয়স ৫ বছরের বেশি হলে এই বুলু আঁধার কার্ড বাতিল হয়ে যায়। আবার নতুন করে সাধারণ আঁধার কার্ড করতে হয়।
বাল আঁধার কার্ড তৈরী করতে কি কি লাগবে :-
১) প্রথমে এনরোলমেন্ট সেন্টারে গিয়ে ফ্রম ফিলাপ করতে হবে।
২) শিশুর জন্ম সার্টিফিকেট।
৩) শিশুর মা-বাবার আঁধার কার্ড নম্বর।
৪) একটি মোবাইল নম্বর।
৫) শিশুর ছবি।
রেজিস্টেশন ও ভেরিফিকেশন হয়ে গেলে SMS এর মাধ্যমে বাল আঁধার নম্বর পাঠিয়ে দেওয়া হবে। ৬০ দিনের মধ্যে কার্ড হাতে পেয়ে যাবে।
শিশুর বয়স ৫ বছর হয়ে গেলে অনলাইনে এই https://uidai.gov.in ওয়েবসাইট এ গিয়ে আগেথেকে অপ্পের্টমেন্ট বুক করা যাবে, আগে থেকে বুক করলে এনরোলমেন্ট সেন্টারে গিয়ে লাইনে দাঁড়াতে হবেনা।
0 মন্তব্যসমূহ