বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গৃহস্থ মহিলাদের আর্থিক সহায়তার জন্য একটি অভিনব প্রকল্প নিয়ে এসেছেন - এই প্রকল্পটির নাম 'লক্ষ্মীর ভান্ডার প্রকল্প' (Lakshmi Bhandar Scheme) । এই প্রকল্পের আওতায় তফসিলী জাতি ও উপজাতি পরিবারের মহিলারা মাসিক ১০০০ টাকা ও বাকিরা অর্থাৎ জেনারেল ও ওবিসি ক্যাটাগরির মহিলারা মাসিক ৫০০ টাকা ভাতা পাবেন সরাসরি তাদের ব্যাংক একাউন্টে।কিন্তু দেখা গেছে কিছু কিছু মা ও বোনেরা এখনো লক্ষীর ভান্ডার এর টাকা পাননি। তাদেরকে অনুরোধ করবো আপনাদের টাকা না পাবার কিছু কারণ হতে পারে, সেই কারণগুলি নিম্নে আলোচনা করা হলো -
আপনার আবেদন মঞ্জুর হয়েছে কিনা দেখুন -
ফর্ম সঠিক ভাবে জমা হয়ে গেলে ফর্ম এ দেওয়া মোবাইল নম্বরে একটি কনফার্মেশন মেসেজ চলে আসবে।
এই ধরনের একটি মেসেজ আসছে কিনা দেখুন। এবং আবেদন টি মঞ্জুর হলে ফের একটি বেনিফিশিয়ারি নম্বর সহ আরেকটি এসএমএস আসছে কিনা দেখুন।
যদিও এই মেসেজ নিয়ে অনেকের মধ্যেই কনফিউসন রয়েছে। যেমন অনেকেই এই ফর্ম জমা দেওয়ার পর মেসেজ টি পাচ্ছেন না। যার ফলে অনেকের মধ্যেই দুশ্চিন্তা দেখা দিচ্ছে। প্রথমেই বলবো আপনি যদি দুয়ারে সরকারে সঠিকভাবে ফর্ম টি জমা দিয়ে থাকেন, সেক্ষেত্রে চিন্তার কিছু নেই। পুরো রাজ্যজুড়ে একসাথে সবার এই কাজ চলছে। যার কারণে টেকনিক্যাল সমস্যার কারণেও অনেকসময় এসএমএস এসে পৌঁছায় না। তবে এতে সেভাবে দুশ্চিন্তার কোন কারন নেই। তবে আপনি ফর্ম জমা দেওয়ার পর যে অ্যাপ্লিকেশন আইডি নম্বর টি দুয়ারে সরকার ক্যাম্পে থেকে পেয়েছিলেন সেটা নিয়ে গিয়ে আবার ক্যাম্পে একবার জিজ্ঞেস করে আসতে পারেন। সেখানে উপস্থিত আধিকারিকরা আপনাকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করে দেবেন।
ব্যাঙ্ক একাউন্টএ সমস্যা আছে কিনা দেখুন -
অনেকেই যে ব্যাঙ্ক একাউন্ট জমা করেছেন সেটি চালু আছে কিনা ব্যাঙ্ক এ গিয়ে দেখেনিন, কারণ যাদের ব্যাঙ্ক একাউন্ট এ সমস্যা আছে তাদের কিন্তু টাকা ঢুকতে সমস্যা হবে। অর্থাৎ আবেদনকারীকে সচল ব্যাঙ্ক একাউন্ট জমা করতে হবে। যদি আবেদনকারীর ব্যাঙ্ক একাউন্ট অচল থাকে তবে তাকে আবার নতুন সচল ব্যাঙ্ক একাউন্ট জমা করতে হবে। সঙ্গে যে মোবাইল নম্বর টি ফ্রম ফিলাপ করার সময় দিয়েছিলেন সেই মোবাইল টি সঙ্গে নিয়ে যাবেন (যে মোবাইলে লক্ষীর ভান্ডারের ৭ সংখ্যার SMS গেছে)। সঙ্গে নিয়ে যাবেন আঁধার কার্ডের আসল ও জেরক্স কপি , স্বাস্থ্য সাথী কার্ডের আসল ও জেরক্স কপি , রঙিন ফটো পাসপোর্ট সাইজ ১ কপি , যদি এস সি / এস টি সার্টিফিকেট এর আসল ও জেরক্স কপি। প্রতিটি জেরক্স কপি তে আবেদনকারীর সই অবশ্যই থাকতে হবে।
আমার বিশ্বাস উপরিউক্ত বিষয় গুলি ফলো করলে লক্ষীর ভান্ডারের টাকা আপনি পেয়েযাবেন। সবশেষে বলবো গুজবে কান দেবেন না, গুজব ছড়াবেন না।
0 মন্তব্যসমূহ