Ad Code

Responsive Advertisement

এবার বাড়ির জন্যও থাকবে আঁধার নম্বর ? ঘোষণা কেন্দ্র সরকারের

               বেক্তির আঁধার শুধু নয় , আলাদা করে বাড়ির জন্যও থাকবে আঁধার নম্বর এমন টি ঘোষণা করলো যোগাযোক মন্ত্রক। আপনার ঠিকানা যাই থাকুকনা কেন, এই ১০ সংখ্যার নম্বর টি হবে আপনার একমাত্র ঠিকানা। যেমন প্রতিটি দেশবাসীর আলাদা আলাদা আঁধার নম্বর আছে ঠিক সেই ভাবে দেশের ৭৫ কোটি ঠিকানার জন্য চালু হবে এই ১০ সংখ্যার নম্বর টি। যেমন ডিজিটাল তথ্যর ভান্ডার হিসাবে কাজ করে আঁধার, ঠিক তেমনি এটিও কাজ করবে। কেন্দ্রর দাবি এই নম্বরটি দিয়ে যে কোনো প্রান্ত থেকে সংশ্লিষ্ট ঠিকানার অবস্থান জানা যাবে। এর ফলস্বরূপ যে কোনো স্থান এর চিঠি ও ই-কমার্স পণ্য ডেলিভারি সহজ হবে শুধু তাই নয়, বীমা ব্যাঙ্কিং এ KYC এর কাজকরবে এই ১০ সংখ্যার নম্বর টি। কেন্দ্রর দাবি ঠিকানা সংক্রান্ত জালিয়াতি ঠেকাতে গুরুত্তপূর্ণ ভূমিকা পালন করবে এই ১০ সংখ্যার নম্বর টি। ঠিকানার ১০ সংখ্যার কোড নম্বরটি কিভাবে করা হবে তার একটা রূপরেখা তৈরি করেছে কেন্দ্র। বলা হয়েছে দেশের সব বাড়িতেই চালু হবে এই কোড। দেশে মোট বাড়ির সংখ্যা ৩৫ কোটি, এছাড়া রয়েছে ব্যবসা প্রতিষ্ঠান, অন্যান্য বাড়ি ও দেশের সব মনুমেন্ট। সবমিলিয়ে ৭৫ কোটি ঠিকানার জন্য চালু হবে এই ১০ সংখ্যার নম্বর টি। কেন্দ্রর মতে ১২ সংখ্যার কোড চালু হোক। যে ঠিকানা গুলি গোপন রাখা দরকার সেগুলিতে চালু হবেনা কোড। তবে কেন্দ্রের এই সির্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। 



এই আঁধার নম্বর চালু করার উদেশ্য কি কি -


১. ঠিকানার প্রমাণপত্র হিসাবে আঁধার কার্ড ব্যবহার করা হয়। কিন্তু তাতেও সেই বেক্তি সঠিক ঠিকানা জানা যায় না তাই এই ব্যবস্থা। 
২. দেশ থেকে ভুয়ো পরিচয়পত্র বাতিল করা। 

              এই আঁধার এর সঙ্গে বর্তমান আঁধার এর কোনো যোগাযোগ থাকবে না , এমনটাই মনে করা হচ্ছে। উদাহরণ স্বরূপ বলাযায় কোনো ভাড়াটে পরিবার যে বাড়িতে থাকবে সেই বাড়ির ১০ শাঁখের নম্বরটি ব্যাবহার করবে যতদিন সে ওই বাড়িতে থাকবে। পরবর্তী সময় সে বাড়ি পরিবর্তন করলে নতুন বাড়ির নম্বরটি ব্যাবহার করতে হবে। 

এখন দেখার এই আঁধার নম্বর করে মানুষের ও দেশের কতটা ভালো হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ