এবার আধার কার্ডের জায়গা দখল করে নেবে বার্থ সার্টিফিকেট বা জন্ম শংসাপত্র। ১ অক্টোবর থেকে সমস্ত সরকারি কাজে নিজের পরিচয় এর প্রধান নথি হিসেবে আপনাকে বার্থ সার্টিফিকেট দেখাতে হবে। আধার কার্ডের গুরুত্ব থাকলেও আর আগের মত সেটা দেখিয়ে সমস্ত কাজ করা যাবে না ।
সম্প্রতি লোকসভা ও রাজ্যসভায় ২০২৩ জন্ম ও মৃত্যু নিবন্ধ (সংশোধনী) আইন পাস করিয়েছে কেন্দ্রীয় সরকার। আর তার ফলেই সরকারি ও বেসরকারি কাজের ক্ষেত্রে ভারতীয় নাগরিকদের পরিচয়ের প্রধান নথি হিসেবে বার্থ সার্টিফিকেটকে বিবেচনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আগামী ১ অক্টোবর থেকে এই আইন কার্যকরী হবে। তার ফলে ওই দিন থেকে বার্থ সার্টিফিকেট ছাড়া আপনি একগুচ্ছ কাজের সুবিধা আর করতে পারবেন না।
১ অক্টোবর থেকে জন্ম সার্টিফিকেট ছাড়া আর কোন কাজ করা যাবে না?
১ অক্টোবর থেকে বার্থ সার্টিফিকেট ছাড়া স্কুল-কলেজে সহ কোনও শিক্ষাপ্রতিষ্ঠানেই ভর্তি হওয়া যাবে না। সরকারি চাকরির পরীক্ষা দিতে চাইলেও বার্থ সার্টিফিকেট দেখাতে হবে। ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, আধার কার্ড করা, ভোটার আইডি তৈরি সহ আরও বহু দরকারি কাজ বার্থ সার্টিফিকেট ছাড়া হবে না। বেসরকারি ক্ষেত্রেও এই একই নিয়ম কার্যকরী হতে চলেছে।
এতদিন সমস্ত সরকারি কাজে আধার কার্ড মোটামুটি বাধ্যতামূলক হয়ে উঠেছিল। তবুও বিভিন্ন সরকারি কাজে আধার কার্ড ছাড়াও অন্যান্য আরও বহু নথি জমা দিতে হতো। তা নিয়ে ভালই সমস্যায় পড়ছিল দেশের মানুষ। সেই সমস্যা দূর করতে এবং দেশের জন্ম-মৃত্যুর প্রকৃত হিসাব সর্বদা হাতের কাছে পাওয়ার জন্যই বার্থ সার্টিফিকেটকে বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
তবে বাড়িতে আপনার চেয়ে পাতলা কাগজের বার্থ সার্টিফিকেট আছে তা দিয়ে এই কাজ হবে না। এর জন্য কেন্দ্রীয় সরকার নিয়ে আসতে চলেছে বিশেষ ধরনের ডিজিটাল বার্থ সার্টিফিকেট। শোনা যাচ্ছে এর জন্য সরকার এটিএম কার্ড, ড্রাইভিং লাইসেন্সের মতো বিশেষ ধরনের চিপ দেওয়া ডিজিটাল বার্থ সার্টিফিকেট কার্ড নিয়ে আসতে পারে।
সরকারি কাজকর্মে বার্থ সার্টিফিকেট প্রধান নথি হিসেবে ব্যবহারের এই যুগান্তকারী সিদ্ধান্ত কার্যকরের জন্য ১৯৬৯ সালে চালু হওয়া জন্ম-মৃত্যু রেজিস্ট্রেশন আইন আমূল বদলে ফেলেছে কেন্দ্র। এই আইনে ১৪ টি সংশোধনী এনে গত ১ অগস্ট লোকসভা ও রাজ্যসভায় পেশ করা হয় - Registration of Births and Deaths (Amendment) Bill, 2023. সম্প্রতি সেই বিল পাশও হয়ে গিয়েছে সংসদে।
মোদি সরকারের এই সিদ্ধান্তের ফলে এবার থেকে সন্তানের জন্মের ৩০ দিনের মধ্যে বার্থ সার্টিফিকেট তোলাটা বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি আধার কার্ডের বদলে বার্থ সার্টিফিকেটের সাহায্যে সমস্ত গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি কাজ সারার কথা বলেছে কেন্দ্র।
0 মন্তব্যসমূহ