Ad Code

Responsive Advertisement

Free Fire Redeem Code For Today : শুধুমাত্র ভারতীয় প্লেয়াররা পাবে এর সুবিধা

            ফ্রি ফায়ার ডেভোলোপার্স নতুন রেডিম কোড বাজারে নিয়ে এলো, শুধুমাত্র ভারতীয় প্লেয়াররা পাবে এর সুবিধা, এছাড়া আছে Rewards. 



            এই কোড ব্যাবহার করে প্লেয়াররা Pick Up Truck - Fancy Ride, Custom Room Card, Mag-7 Executioner এবং FFIC Gold Token পেয়ে যেতে পারে । 

Free Fire India Championship (FFIC) Fall Edition এ ভীষণ রকম একশান আমরা দেখেছি।  এই টুর্ণামেন্টে টিম এলিট প্রথম স্থান অধিকার করে খেতাব নিজের নামে করে নিয়েছে। FFIC তে 'লাছব বাগিচ' সমস্ত রেকর্ড ভেঙ্গে দিয়েছে, তার জন্য ডেভোলোপার্স প্লেয়ারদের এই সুবিধা করে দিয়েছে।
'Free Fire Redeem Code' - এর যেটা কালকের টুর্নামেন্টের পর ভারতীয়  প্লেয়াররা এর সুবিধা পেতে থাকবে। 

আসুন জেনে নিই এর কি কি সুবিধা প্লেয়াররা পাবে :- 

            এই কোড এ প্লেয়াররা  Pick UpTruck - Fancy Ride, Custom Room Card, Mag-7 Executioner এবং FFIC Gold Token পেয়ে যেতে পারে ।
এই কোড এ প্লেয়াররা যেকোনো একটি রিওয়ার্ড বেছে নিয়ে তা ব্যাবহার করতে পারে। এই টোকেন এর বদলে প্লেয়াররা
Skyler, Beaston, M4A1 Skin এবং One - Finger Push - up এর ব্যাবহার করতে পারবে। বর্তমানে এই কোড কাজ করছে। 


FFIC Redeem Code রিওয়ার্ড কিভাবে পাওয়া যাবে ?

              প্রথমে https://reward.ff.garena.com/en যেতে হবে , তারপর আপনার Facebook, vk, Google, Huawei ID, Apple ID অথবা Twitter ID দিয়ে লগইন করতে হবে। তার পর FFICJGW9NKYT code দিয়ে confrom করতে হবে , তারপর রিওয়ার্ড রেডিম হয়ে যাবে। তারপর Game Mail section এ Reward এসেযাবে। সেক্ষেত্রে ২৪ ঘন্টা সময় লাগতেপারে। যদি আপনার কোড রেডিম হয়ে যায়, তবে আপনি তা জানতে পারবেন।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ